Common story writer
Sabitri Das
সাধারণ সাহিত্য যুগের লেখিকা সাবিত্রী দাস খুব নিপুণ লেখিকা। উনি কমন লিটারেচার পিরিয়ডে সাধারণ কবিতা ও সাধারণ গল্প লিখেছেন।
নীচে একটি সাধারণ গল্প পড়ুন:
সন্তান
সাবিত্রী দাস
পরপর পাঁচটি মেয়ের পর পুত্র সন্তানের আশায় আবারো গর্ভধারণ করতে বাধ্য হলো বুধি।শরীর চলে না।বারবার সন্তানের জন্ম দেওয়ার ধকলে, অপুষ্টি আর রক্তাল্পতায় ভুগে ভুগে শরীরের অবস্থা বলার নয়। কিশোরী মেয়েটিই যতটা পারে ঘরের কাজে মাকে সাহায্য করে।
ক্লান্ত অবসন্ন শরীরে ভাত বাড়তে বাড়তে বুধি ভাবছিল, এবার যেন ছেলেই হয়।তাই হবে বোধহয়, এবার লক্ষণগুলো তার কেমন একটু অন্যরকম লাগে। পোয়াতির লক্ষণ দেখে শ্বাশুড়ীও বলে-
"বিটির মা ধুকুড়ি,ব্যাটার মা কুকুরি।"
......ছেলেই হলো,অপুষ্ট বিকলাঙ্গ একটি পিণ্ডের মতো শিশুটির জন্মের পর পরই বুধির পঞ্চত্ব প্রাপ্তি ঘটলো। পরম মমতায় বিকলাঙ্গ শিশুটিকে বুকে তুলে নিল কিশোরী বড়ো মেয়েটি।
COMMON LITERATURE PERIOD Copyright © 2023 ALL RIGHT RESERVED©2023 No part of this COMMON LITERATURE PERIOD THEORY PAPER may be reproduced ,stored in a retrieval system ,or transmitted in any form or by any means ,electronic, mechanical, photo-copying ,recording or other-wise ,without the prior written-permission of the author.
No comments:
Post a Comment