Wednesday, May 31, 2023

Common Story writer Ranjana Basu সাধারণ গল্প লেখিকা



Common Story writer Ranjana Basu
সাধারণ গল্প লেখিকা
রঞ্জনা বসু


স্কুল জীবন থেকে লেখালেখির সাথে যুক্ত। স্কুল ম্যাগাজিনে প্রথম প্রকাশ। বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকাতে নিয়মিত লিখি। প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি। মেঘমুখ ও অন্তর্ধ্বনি। মুলত কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লেখার প্রতি আগ্রহ বেশি।  সাধারণ সাহিত্য যুগে বা কমন লিটারেচার পিরিয়ডে উনি লিখছেন।  সাধারণ গল্প ও সাধারণ কবিতা।

একটি সাধারণ সাহিত্য যুগের গল্প
জীবনের দায়
রঞ্জনা বসু Copyright © 2023

মহানগরের আলোকজ্জ্বল রাজপথ দিয়ে ফুল সাজানো দামি গাড়িটি যখন ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যের দিকে তখন সদ্য পরিণয়সূত্রে আবদ্ধ একুশের যুবতীটি ভারী বেনারসি আর অলঙ্কারের আতিশয্যে একেবারে ঘেমে নেয়ে অস্থির। অথচ তার  স্বামীর মধ্যে এতটুকু বিস্ময় বা উত্তেজনার আভাস পর্যন্ত নেই। 

           এইমাত্র যে বাড়িটি বিন্তি পিছনে ফেলে এসেছে সেখানে একটা সরু বারান্দা, একখানা মাত্র থাকবার ঘর। বারান্দায় ওঠার সিঁড়ি খানিকটা ভেঙে পড়েছে। পলেস্তারা খসে পড়া সেই স্যাঁতসেঁতে বাড়িতে সে রেখে এসেছে তার একমাত্র ছোট ভাই ও তার গরীব বাবা কে। তার আটপৌরে শান্ত চেহারার মায়ের আঁচলে রেখে এসেছে কনকাঞ্জলি। 

        এ বাড়িতে ঢুকতেই বিনতার শিক্ষার কদর যত না রূপের চর্চা হল বেশি। সে সুন্দরী। বুদ্ধিও যথেষ্ট। ভাঁড়ার ঘরের পাশের ঘরটিতে আজ তার শোবার ব্যবস্থা হয়েছে। অনেক রাত পর্যন্ত ঘুম এল না। কারা যেন কারও মাথার অসুখের আলোচনায় ব্যস্ত হয়ে আছে। বিনতা শুনতে পাচ্ছে তার স্বামীর নাম নিয়ে কথা হচ্ছে। নিস্তব্ধ ঘরে একা মেয়েটি তার সংসার ও জীবনের অতল রহস্যের সম্মুখীন আজ। গরীব  বাবার একমাত্র মেয়ে বিনতার যার আদরের নাম বিন্তি, কাল থেকে তার আবার নতুন দায়িত্ব আর অনেক কাজ।


 COMMON LITERATURE PERIOD Copyright © 2023  ALL RIGHT RESERVED©2023 No part of this  COMMON LITERATURE PERIOD THEORY PAPER  may be reproduced ,stored in a retrieval system ,or transmitted in any form or by any means ,electronic, mechanical, photo-copying ,recording or other-wise ,without the prior written-permission of the author.







 

 

 


           














 


No comments:

Post a Comment

Common poetess Mónika Tóth

  Common poetess Mónika Tóth Joined common literature period movement. Her words I was born in Covasna on 14th April,1980. I graduated ...