Saturday, May 27, 2023

Common Poet Taimur Khan

 

Common Poet Taimur Khan

সাধারণ সাহিত্য যুগে লিখছেন কবি
তৈমুর খান, জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে ।পিতা ও মাতার নাম : জিকির খান ও নওরাতুন বিবি। শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতায় পি এইচ ডি। পেশা: শিক্ষকতা। প্রথম কাব্যগ্রন্থ 'কোথায় পা রাখি'(১৯৯৪)।কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ :বৃত্তের ভেতরে ভেতরে জল, জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা, উন্মাদ বিকেলের জংশন, স্তব্ধতার ভেতর এক নিরুত্তর হাসি ইত্যাদি ।পুরস্কার পেয়েছেন :কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য পুরস্কার ও নতুনগতি সাহিত্য পুরস্কার ইত্যাদি ।

দুটি কবিতা

তৈমুর খান

বীর 

     

দু একটি বীর  যুদ্ধ থেকে  ফেরে

তারপরে  সব  স্ট্যাচু হয়ে  যায়

রাতের  অন্ধকারে 

ঘোড়া থেমে যায়

তরবারি শুধু   প্রদর্শনী বোঝে 

ইতিহাস থেকে অন্য ইতিহাসে 

সভ্যতা আলো খোঁজে 

এই রাস্তায় একটু দাঁড়িয়ে দেখি 

স্ট্যাচুর মাথায় চাঁদ নামে নাকো 

নামে কল্পনার পাখি

   ২

ঢেঁকি 


        


আমাদের ঢেঁকি এখনও ধান ভানে 


জল কাদা বর্ষাকাল চিৎকার 


পাড়াপ্রতিবেশীদের কলহবিবাদে 


ঢেঁকিটি এখনও অবিরাম ওঠে নামে 

ধানকল ধোঁয়া সভ্যজগৎ শহর 


সব পেছনে ফেলে সনাতন ঢেঁকি 


মুখ বুজে পড়ে থাকে, দাঁতে দাঁত চেপে 


সভ্যতার অনেক চাল বের করে দেয় 

যুবতীর আলতা পরা রাঙা পা দু'খানি


ঢেঁকিকে দোলায় এসে, শিবের গীত গেয়ে 


রাত পার করে । তুষগুলি উড়িয়ে দেয় 


কুলোর বাতাস  । আমাদের ঢেঁকিছাঁটা দিন 

কিছুটা কুয়াশা মেশালে সব অস্পষ্ট হয়ে যায় 


ছবিগুলি ভেসে ওঠে স্মৃতির গভীর জলে 


আমরা সীমানা এঁকে রাখি, বাহ্যত কৌশল 


সব জানে আমাদের ঢেঁকি, নারদসমাচার.....



No comments:

Post a Comment

Common poetess Mónika Tóth

  Common poetess Mónika Tóth Joined common literature period movement. Her words I was born in Covasna on 14th April,1980. I graduated ...